উর্দু কি তোমার ভাষা?
আমি বলি, না! ওটা আমার শত্রূ সর্বনাশা!  
সে বলে, এ কেমন কথা?
আমি বলি, হ্যা!
ওটা কেড়ে নিতে চেয়েছিলো আমার সকল আশা;
চেপে ধরেছিলো আমার কণ্ঠ, আমার হস্ত, আমার খেলার পাশা।  


ও বলে এ ক্যামোন কথা?  
আমি বলি, খুলে দেখো তুমি, ইতিহাসের সকল নগ্ন পাতা;
ওখানে লিখা আছে,
কারা হেনেছিলো ক্রূদ্ধ বাঘের থাবা?
বায়ান্নে কারা ধরেছিলো অস্ত্রের হাতা?
কারা ঝরিয়েছিলো অঝোরে রক্ত ধারা?
কারা কেড়ে নিতে চেয়েছিলো আমার মায়ের ভাষা?
আমি শুধু জানাতে চাই,  
আমি স্বপ্ন দেখি বাংলায়, আমি কথা বলি বাংলায়
বাংলাই আমার সকল আশা, বাংলাই আমার মনের ভাষা।


All my Hopes


He asks, Is Urdu your language?
I say, no! That's my enemy, pernicious!
He says, how's that?
I said, yes!
It wanted to take away all my hopes;
Wanted to strangulate by holding my throat, suppress my voice;
Imprison my choice, bind my hands and destroy the dice of my games.


He says, how do you speak like this?
I say, open up, you, all the naked pages of history;
It's written there,
Who hit with the angry tiger's paw?
Who caught the handle of the weapon in Nineteen fifty two?
Who shed Bengali blood incessantly in row?
Who wanted to take away my mother's language in a woo!
I just want to let you know,
I dream in Bangla , I speak in Bangla,
Bangla is all my hope, Bangla is the language of my mind,
I live in Bangla and I die in Bangla!