নিষেধাজ্ঞা কোন বিজ্ঞাপন নয়,
         হতে পারে রাজনীতির আলাপন
হাতি, ঘোড়া, উজির, নাজির নয়,  
         যে করতে হবে দুরন্ত আস্ফালন
মোজার্টের পিয়ানোর কোন সূর নয়,
         যে হতে হবে সুশান্ত সম্মোহন
রণসঙ্গীতের কোন ডংকা নয়,
        যে হয়ে যাবে উদ্ভ্রান্ত বিরূপন
আজাদি বিক্ষিপ্ত কোন বর্নমালা নয়,
        যে ঘটে যাবে আগ্নেয়গিরির উদ্গীরন।


হে সামন্ত প্রভু, সংগত করো
      সাম্য করো সংযোজন,
গণতন্ত্র অনুশীলন করো
      ন্যায়বিচার করো সংস্থাপন,
মূল্যবোধের উন্নয়ন করো
      মুক্তিকে করো মহীয়ান
মন্যষ্যত্ত্ব মুকুটে ধারো
      অহংকার দাও বিসর্জন।।


Arrogance Martyrdom


The Embargo is not an advertisement,
         Maybe political ornamentation
Not Elephant nor Horse, Not King nor Queen,
         That be bragged in desperate caution
It's not a note of Mozart's piano even
         That must be hypnotised in session
It's not the trumpet of war music,
        That would be a disturbing distortion
Freedom is not a scattered alphabet,
        That would create volcanic eruption.


O Feudal lord, Bring Unity to Nation
      Make Equality an addition
Practice democracy solemnly
      And Justice the foundation
Develop Values & Sanctity
      Make great the liberation
Hold Humanity on thy Crown
      Give up Arrogance in martyrdom.