তাল গাছটি আমার এটাত আজ সাবলীল
রায় পক্ষে গেলে আস্থা, আর না গেলে অনাস্থা
এটা আজ হয়ে গেছে সার্বজনীন।
নবীন একটা সুর এসে গাইছে নূতন গান
বিচারব্যাবস্থায় অকাল ধ্বস নেমে, ধরেছে ঐকতান
বাংলাদেশে আজ বিচারের বাণী নিরবে নিভৃতে কাদে
দুয়ারে দাড়ায়ে সিনহা বাবুর আত্না, হাহাকার করে নাদে।


কে দেবে সান্ত্বনা আজ, কে যে দেখাবে পথ
চারিদিকে উচ্চস্বরে বাজিছে ১৬ কোটি ভিন্নমত
কে যে, এই ১৬ কোটি মত এক কোলে ধরে,
কলশীর কাখে ভরে
ফেলে দিয়ে দেবে বংগোপসাগরের অথৈ লোহিত জলে
আশায় আশায় বসতি গড়ি পদ্মা নদীর কূলে!