বায়ূ দূষণের শীর্ষে বিশাখা,
ধুলোবালিতে বাড়ন্ত আজ তিলোত্তমা ঢাকা;  
রাজপথে চলছে লক্ষ লক্ষ গাড়ির চাকা,
ধোঁয়ায় আচ্ছন্ন বাতাস, সুমুখে কৃষ্ণ পরিখা;
কার্বনের পদচিহ্ন নিয়ত হচ্ছে আঁকা,
কুয়াশার আঁচলে ঢাকা পড়ে গেছে লাল সবুজের পতাকা,
দৃষ্টি তমসাচ্ছন্ন, দিগন্তে ঝাপটায় পাখা উড়ন্ত বলাকা,
দিনের আলোতে, গভীর আঁধারে ধুঁকে ধুঁকে প্রাণীদের বেঁচে থাকা।


ইট ভাটায় আটকে গেছে নিঃশ্বাসের সুতাকা,  
ধুলোবালিরা আকাশে মেলেছে উড়ন্ত পাখা;
নগরায়নের আঘাতে আহত বৃক্ষের সারি সারি পাতা,
ক্লোরোফিলের সংকোচনে, আক্রান্ত অক্সিজেনের উদ্গাতা,
সারি সারি কার্বন ডাই অক্সাইড দিগন্তে খুলছে নতুন খাতা,  
ধীরে ধীরে হ্রস্ব হয়ে আসছে মায়াময় জীবনের অপরূপ সংহিতা।।


At the top of air pollution


The star is at the top of air pollution,
Paragon of beauty Dhaka is in a dusty revolution;
Millions of vehicles are moving on the highway,
The air is covered by smoke, black moat in the doorway;
Carbon footprints are constantly being drawn,
Red and green flags are covered in the foggy lawn,
The sight is dim, the wings of stork fluttering on the horizon,
Lives survive in daylight sunk in deep dark Orion.


The thread of breathing is stuck in the brick field,
Dust grains are flying in the sky creating a shield;
Rows of tree leaves injured by urbanization,
Chlorophylls suffer from contraction, the source of oxygen in limitation,
Row upon row of new blocks of carbon dioxide in the horizon,
The wonderful code of enchanted life is slowly getting concession.