ব্যাস্ততায় ভরা জীবনের ভিড়ে,
নানা গদ্য-পদ্য, প্রতিদিন এসে দাঁড়িয়ে যায় সুমুখ-পশ্চাত ঘিরে,
স্মৃতি হয়ে বাঁধা থাকে চিত্রপটে, অনুভূতির গভীরে,  
প্রেম-প্রীতি, ভালোবাসা, হাস্য-কৌতুক, সদ্ভাব-সৌহার্দ হৃদয়ের আবিরে,
বারে বারে ফিরে যেতে মন চায় ঐ শ্যেন নদী তীরে,
ক্যেফে লুনা'র  আড্ডা আর খাবারের আসরে;
প্যারিস থেকে ফিরে,  প্রাত্যহিক বাসরে,
কৃতজ্ঞতা জানাতে দেরী হয়ে যায় এই উদ্ভ্রান্ত সংসারে।


আতিথেয়তার আধিক্যে কুণ্ঠিত অন্তরে,
শব্দের সমাবেশে, ভাষা হারিয়ে, পুষ্পিত অনুভূতি, উদ্ভ্রান্ত প্রহরে,
সুগন্ধি হারমোনিস্টের সুবাসিত লহরে;
সময় পাখা মেলে ধরে উড়ন্ত আকাশে, ভালোবাসার শহরে,
আড্ডায় বিভ্রান্ত চেতনা, উড়ন্ত হয় বহতা নহরে,,
অর্থ-বিত্ত-ক্ষমতা হারায় গতি মিতালির গহরে,
ভালোবাসা রূপান্তরিত হয়, নিরুদ্ধিষ্ট উপন্যাসের অন্তরে,
প্যারিস থেকে ফিরে, আমি নস্টালজিয়ায় বিভ্রান্ত, সৌজন্যতার বহরে।।


Back from Paris


In the hustle and bustle of a busy life,
Prose and verse comes, standing back and forth in everyday strife;
Memories are tied to the depth of feeling in the painting rife,
Love, affection, affinity, goodwill, laughter and pleasantry alive;
Want to go back again and again on the bank of the river Seine's delight,
In the cafe Luna's hangout and dining sessions plight;,
Back from Paris alight, in quotodian domestic kite,
It is not too late in this world to express gratitude in broad daylight.


In a reluctant heart overcrowded with hospitality,
The gathering of words, the loss of language, the feeling blossoming in the alarmed vigility,
In the fragrant wave of the perfume harmonists' lucidity;
Time flies in the anonymous sky, in the city of loves' virginity
Confused consciousness in the chat, flying on the horizons' captivity,
Money, wealth & power bereaved in amity,
Love is transformed, at the heart of the restrained novels creativity,
Back from Paris, I'm confused with nostalgia, in the fleet of courtesy & civility.