আরেকটু মানবিক হন,
মানবিকতা দেখিয়েছেন, দেখিয়েছেন মায়া
মানবিকতার মধ্যে ভদ্রতা আছে,
আছে দয়া-দাক্ষিণ্য, আছে সৌজন্যতার ছায়া
নদীর মোহনায় দাঁড়িয়ে কাঁদে বন্দি শিবিরে আয়া
উতলা নদী বিধৌত পলিতে হাসে মানবিকতার জায়া  
আরেকটু মানবিক হন!
ওখানে দাঁড়িয়ে আছে মমতার বোন মায়া।
হৃদয়ের প্রকোষ্ঠে অবগুণ্ঠিত আবছায়া,
হিংসা, ক্রোধ, জিঘাংসা, দয়া আর মায়া
যে যাকে লালন করে, প্রকাশ করে কায়া।
আরেকটু মানবিক হন,
দীর্ঘ করুন কায়া,
ঐ কায়ার ছায়ায় দাঁড়িয়ে আছে রুদ্ধ জাতির হায়া
আরেকটু মানবিক হন।।


Be a little more humane


Be a little more humane!
Shown little bit humanity, Some affection!
There is decency in humanity, there is reflection
There is kindness, Shadow of courtesy and expression.


Be a little more humane!
In the prison camp at the estuary crying the maid
Matron smiles in the sediment of the anxious river laid
Sister of compassion, standing there in the infatuation raid


Be a little more humane!
Open the veil of the shadow in the chambers of the heart,
Violence, anger, jealousy, kindness, illusion retart
Whoever nurtures, reveals the corpus apart.


Be a little more humane!
Lengthen your flesh, Prolong your shadow
The hidden eclipse of the nation in the baddow
Standing in frugality of graciousness and empathy in the meadow.