আমি আজীবন বসবাসী এক রণাঙ্গনে
এখানে যুদ্ধবিরতি হয় বারে বারে, ক্ষণিকের পলে  
রণ অবসানে, আমি হাঁটি জলেস্থলে,
অন্তরীক্ষে,  সন্তানের সমাধি খুঁজি ক্ষিপ্রতায়,
অবকাশে, সুনীল সরোবরে
পুনর্বার কবে বেজে উঠে দামামা, ইতিহাসের রোষানলে
অপেক্ষায় থাকি,  
সন্তানের দেহ কবে ভূপাতিত হবে দাবানলে।


এখানে যুদ্ধবিরতি হয় আবার বৃহৎ যুদ্ধের প্রত্যাশায়,
রক্তের অনলে  
প্রতিদিন যুদ্ধ চলে ঘরে ঘরে নিরাশায়,
সীমাহীন দুর্ভোগে
মাতৃভূমি অবারিত এক রণক্ষেত্র নিশ্ছিদ্র সীমানায়,
মানবিকতার সম্ভোগে
অনবরত যুদ্ধ চলে বিরতির প্রহসনে নিরালায়,
জগতের অলখে
আমি সন্তান ধারি আত্নাহূতির অজুহাতে,
সময়ের ধর্ষনে
এ যুদ্ধ অনন্ত, অপেক্ষায় থাকি, সন্তান কবে বলি হবে উত্তপ্ত দাবানলে।।