শুষ্ক,  তৃষ্ণার্ত, ইথিওপিয়ার আকসুম সভ্যতা,
তিনটি বর্ষা চলে গেছে, নেই নাব্যতা,
ধাবমান নিদারুণ বৃষ্টিহীনতা!
চলছে অতিশয় পিপাসার ধারাবাহিকতা,
রৌদ্রদগ্ধ জলশূন্য মৃত্তিকা;
প্রাচীনতম সভ্যতায় চলছে নির্জলা অনুর্বরতা।


ইথিওপিয়ার শুষ্ক ভূমিতে চলে রক্তের নিরঞ্জনা,
পশুর মৃতদেহ হয়েছে জমির আবর্জনা!
মানবিক দুর্দশা, এক রুক্ষ প্রতিমা!
দুগ্ধহীন শিশুর ক্রন্দনে কেঁপে উঠে নীলিমা!
বৃষ্টিকামে মানুষ, হতে চায় তিলোত্তমা!
আর্দ্রতা চায় জাতি, হয়ে উঠতে চায় নিরুপমা।।


Demand Water


Dry, thirsty, Aksum civilization of Ethiopia!
Three monsoons are gone, Country is in hydralgia;
Running incessant insipid dryness, No rain insignia,
A continuance of extreme thirst, as if a trivia!
Bright Sunny Waterless soil, in hysteria,
Barren oldest civilization in utopia.


Blood flowing in Ethiopia's arid land,
Carcasses have become the garbage of the sand;
Human misery, a morose idol brand,
Horizon trembling at the cry of the milkless infant!
People want rain to fall, want celestial nymph to extend hand,
The nation wants water to become swampy marshland.