জিরো থেকে হিরো হয়ে, উর্ধে দেখি শুধু অফুরন্ত আকাশ,
দিগন্তে বিপর্য্যস্ত হয়, আমার সকল হিসাব নিকাশ;
ভাবনায় ক্ষমতা থাকে, চিন্তায় থাকে অফুরন্ত বিকাশ,
জবানে শক্তি আসে, লবজে প্রকাশিত হয় অন্তরের নিবাস;
শব্দে বিস্ফোরিত হয়, অন্তরে নিদ্রিত সীমাহীন পিচাশ,  
থাকেনা লাগাম মুখে, বেরোয় শুধু কথা, অনর্গল বেফাঁস;
কখন? কোথায়? সীমানা অতিক্রান্ত হয়, নির্বাসিত হয় আশ্বাস,
আমি হারিয়ে ফেলি সকল চেতনার বিশ্বাস।


দেবতার আহবানে নেমে আসে নিম্ন থেকে নিম্নে, উর্ধের আকাশ,
বিভ্রান্তি খেলা করে চারিদিকে, কোথায় জীবনের নির্যাস?
কোথায় ক্ষমতা, বন্ধু, স্বজন আর বিত্তের বিলাস?
আকাশে বাতাসে ধ্বনিত হয় শুধুই সর্বনাশ;
ইতিহাসে রচিত হয় নাম হয় "নির্বাসিত" উপন্যাস,  
খুঁজে ফিরি ব্রহ্মাণ্ডে আমার সুতীব্র সর্বশেষ নিঃশ্বাস।।  


"Deport" Novel


When I become Something from Nothing
I can see only the infinite sky above imposed
All my reckoning are overwhelmed in the horizon load
In my thoughts remain only the manifestations of power mode
I find strength in the tongue troad
The abode of my heart is revealed in the globe
The sounds explode,
Boundless vampire sleeping in the heart erode
The restraint of the mouth corrode,
Only words coming out fluently abode
Don't know When? Where? Boundaries bowed?


Time comes when,
Deportations of assurance bestowed
Faith in all conscience lost in the road
At the call of God comes down the sky from goad
Confusion plays around, where is the lode
Power, friends, relatives and the luxury of wealth blowed
Above in the sky only sounds of defeat implode
The novel written given the name "Deport"
I search for my last breath in the Spode.