ধর্ম কি তবে, বহতা কোন নদী?
যে প্রশ্ন উঠে, অপমান করে যদি?
যদি'র প্রশ্ন আসছে কেন দাদা?
ধর্ম ত নয় জীবন্ত কোন ধাঁধা!


ধর্মগুলো, কথার কিছু আঁধার,
কিংবা লিপিবদ্ধ বর্নমালার পাথার,
মানবতাও জীবন্ত নয় যে, আঁখি
খুলেই দেখবে উড়ন্ত কোন পাখী!


ধর্ম জোড়ায়, শান্তি সুখের কাঁথা,
জীবন কুড়ায়, আনন্দেরই গাঁথা।
ধর্ম যখন, রাজনীতরই বস্ত্র,
হয়ে উঠে, আণবিক কোন অস্ত্র।


ধর্ম যখন, বীণার কারো সুর,
হয়ে উঠতে পারে, রণ দামামার ঘোর,
ধর্ম যখন হাতের কারো লাঠি,
চালাতে পারে, চারিদিকে কাঠি।


প্রশ্ন করো, এতো দুর্বল কেন ধর্ম?
যে হয়ে উঠে, জলজ্যান্ত বর্ম?
জীবন্ত সে নয়, শুধুই, কথার কিছু মালা,
দিচ্ছো নাড়া, এদিক সেদিক চালা।  


মিলবে কি সুখ, অপমানে ধর্ম,
মানুষগুলোর মনের মাঝে কষ্ট দেয়া কর্ম?
ধর্ম হলো, আসল কথা, বিবেকবোধের নর্ম
মানবতা, প্রধান কথা, সুখে থাকার মর্ম।।


Does religion insult humanity?


What is religion? Is it a flowing river?
Does it have a life or can speak, my dear?
How the question arise that, it can insult ever?
Religion is not a living puzzle, It's sear.


Religions are some hunch of words,
The ocean of alphabets, written in cards
Humanity is not alive, that their eyes are bards
Open and see that they are flying birds.


Religion couples peace and happiness,
Picks up life, builds joy, pleasance and graceness
When religion, becomes political garments
Can be used as nuclear weapons or amunations.


When religion, the melody of violin,
May become, the kettle of battle campaign,
When religion is a stick in someone's hand,
Can run amuck, stick around in band.


Ask the question, why is religion so weak?
That it becomes, aquatic armor, can't speak?
It's not alive, just a few words, written in the sleek,
Can be moved here and there in bleak.


What happiness? Insulting or disgracing religion in space,
The act of hurting people's minds base!
Religion is in fact, the norm of conscience
Humanity is the essence, the meaning of being happy in the sense!