চেয়ে শুভেচ্ছার রাশ, হইনি নিরাশ,
নেই বেদনা বিধুর কোন দীর্ঘশ্বাস,
অ-কবিদের দলে হয়েছে প্রাতরাশ,
মধ্যাহ্নের আলোয় মিলবে অবকাশ
সন্ধ্যায় বাজবে ঘণ্টা ফুরাবে নি-শ্বাস  
অপূর্ব অনুভূতিতে প্রাণের উচ্ছ্বাস
আমার প্রাণে আজ রাশি রাশি উল্লাস
জীবন সায়াহ্নে মিলেনা হিসাব নিকাশ।


এখনো হয়নি সময়, দিগন্তে সূর্য্য
করে খেলা, হাতে নিয়ে দুরন্ত বিশ্বাস,
ছেড়ে যেতে হবে এ বিশ্ব মেলা, নয়ত
কোন অজেয় উচ্ছ্বাস, কর্মে জাগে ভেলা
দ্রুত নাও বুক ভরা নিশ্বাস, সময়
কত বাকি, ছেড়ে যেতে হবে বিশ্ববাস।।