ভালোবেসে জগতের সকল অপয়া, অকল্যাণ,
নিভেছে "প্রদীপের" আলো, সূর্য্যরশ্মি হয়েছে ম্রিয়মাণ!
প্রদীপ্ত বহ্নিশিখায় ভস্ম মনুষ্য প্রাণ!
জিঘাংসায় নির্বাপিত মেধা (লিয়াকত), লুণ্ঠিত মানবতার সম্মান!  
সামান্যতায় বিবেক (লিয়াকত) হয়েছে মৃয়মান!
লাঞ্ছিত হয়েছে শ্মশান!
অপদস্থ হয়েছে গোরস্থান!  
নোংরা জীবাশ্ম আজ পদলেহী নিষ্প্রাণ!
ক্ষমতার (লিয়াকত) পদতলে ধর্ম লুণ্ঠিত চলমান,
ধর্মনিষ্ঠা অবশেষে পেয়েছে নির্বাণ!
নিষ্ঠুরতার গ্রাসে সত্য কুণ্ঠিত বহমান,
নির্দয়তায় নিষ্ঠার হয়েছে অবসান!!  


পাদটীকাঃ লিয়াকত কর্তৃক রাশেদ হত্যা বাংলাদেশের একটি অত্যন্ত সংবেদনশীল হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল হোতা পুলিশে ওসি প্রদীপ।    
(লিয়াকত শব্দের অর্থ মেধা, যোগ্যতা কিংবা ক্ষমতা;
রাশেদ শব্দের অর্থ ধর্মনিষ্ঠ কিংবা সত্যনিষ্ঠ; আর প্রদীপ হচ্ছে বাতিঘর)