শ্বেতপুরীতে, আবার এসেছে পুরনো ভীতি,
অবচেতনে,, সাদ্দামের সেই রাসায়নিক অস্ত্র কৃতি;
মেলেনি কোথাও ক্যামিকেল অস্ত্র মিতি,
সভ্যতার মনে আজো জড়ায়নি বিস্মৃতি;  
এবার ইউক্রেনে এসেছে নতুন তিথি,
শ্বেতপুরিতে শুধু অবিরাম স্বপন স্মৃতি;
রাশিয়া নিয়েছে এমন জুজুর নীতি,
শ্বেতপুরিতে বহতা সহস্র মৃতের মনোবিকৃতি।


শ্বেতপুরিতে আজ, আস্ফালনে প্রবাহে মন্দ গীতি,
দুনিয়া কাঁপানো মানবিকতার ছদ্ম প্রীতি;
পৃথ্বী জোড়ানো অবিরাম ভীতির পুরনো রীতি,
শত শত জাতির তিলকে জুটেছে গোলামী সীঁথি;  
এ বন্ধু, সে বন্ধু নয়! দেখে রাখো, আমি কি লিখি,
দুহাত জড়ায়ে ধরে আছে শ্বেতপুরি অস্ত্রের ছায়া বীথি,
নিজের দুনিয়া নিজেই বাঁধো, হে সভ্যতা! নাও থিতি,
শ্বেতপুরি, আধুনিকতার এক ভয়াবহ নিয়তি, ইতি।।  


[৭ই ফেব্রুয়ারি’২২; হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, রাশিয়া কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই ইউক্রেনে হামলা করতে পারে। কর্মকর্তারা দাবি করেন, ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে ৫০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। তাঁরা আরও আভাস দিয়েছেন, হামলা হলে কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে লাখো মানুষ। আর তাতে ইউরোপে শরণার্থী সংকট হবে।]