অর্ধ কোটি আত্নারা আজ উড়াউড়ি করে আকাশে
কোভিড পাখি, ডানা মেলে আজো ঘুরাফিরা করে বাতাসে!!
বাতাসে মাটির এঁটো সোঁদা গন্ধ,
নিপীড়িত সভ্যতা রাগে অমলিন, বাজে টুংটাং  মৃদুমন্দ;
সভ্যতা হয়ে নিরুপায়, মাটি আঁকড়ে ধরে, খুঁজে সদুপায়;
মুক্তির পথ খুঁজে পাওয়া দায়,
নিত্য এদিক, নিত্য সেদিক, চলে পায় পায়,
কোথা নাই কোন নিশানা,
সমাধান কই, ঘুরে ফিরে ছুটে অন্বেষা  
সভ্যতা আজ খুঁজে ফিরে আপন মন্ত্র ঠিকানা,
ঠিকানাও নেই, অব্যাহতিও নেই, সংগ্রাম মাগে কল্পনা,
নিদ্রায় জাগে, স্বপ্নের রাগে, চারিদিকে আঁকে আলপনা।।


Five Million


Five million souls are flying in the sky
Covid birds, matching wings still hovering in the air
The smell of wet earth in the wind,
Oppressed civilization is immortal in anger, miserable in tune;
Helpless, grabs the ground, try finding good fortune;
The obligation to find the way to salvation,
Always goes back and forth
There is no target in psyche
No solution, living in dark kylie
Find your incantation, back to civilization,
There is no address, no escape, no imagination to struggle,
Wakes up in sleep, angry in dreams, craft designs drawn bubble to smuggle.