আজ এই প্রতীক্ষিত ঈদের দীপ্তিতে,
বানভাসি বন্ধুদের সময়টা মগ্ন এক অতৃপ্তিতে,
দুষ্ট জলের অন্তরে নিমজ্জিত জিঘাংসা প্রবৃত্তিতে,
ভেসে গেছে গচ্ছিত আহার প্রবাহতে,
সযত্নে লালিত পোষ্যরা ভাসে ক্লান্তিতে,
বন্ধুরা রাত জেগে বসে আছে ভাসমান পালঙ্কে,
কেউবা ভেসে উঠা ছাদে, কেউবা টিনের চালে কিংবা উঁচু ঢিবিতে;
বন্যার জলে যেন ভাসছে আনন্দ! এই তিথিতে।  


বন্যা, বারে বারে এসে ধরা দেয় আমাদের জীবনের পরতে,
নব রূপে, নব রসে, নব গন্ধে, কোন গ্রীষ্মতে কিংবা বর্ষাতে,  
বানভাসি জলে, এবারের ঈদে তরী বাইতে হবে নিলান্তে,
বলতে হবে ঈদ মোবারক ভাসমান পালঙ্ক থেকে,
আল্লাহু আকবর হবে ছাদের চূড়া থেকে,
ঈদের নামাজ হবে উঁচু ঢিবি থেকে,
বন্যাকে পরাজিত করে, আবারো ফিরে আসতে হবে জীবনের অংকতে,
ঈদ মোবারক, আনন্দের হবে দিনান্তে।।


Floating Eid Mubarak


Today, in the bright day of this awaited Eid,
The time of friends in flood, engulfed in dissatisfaction,
Vengeance instinct immersed in the heart of evil flood,
Stored food washed away in the stream,
Carefully nurtured pets floating in exhaustion,
Friends are awake at night on the floating bed,
Some standing on floating roofs, some on tin roofs or on high mounds;
Joy is floating in the flood waters! On this date.


Floods come again and again in our lives,
In a new form, in a new dimension, with a new smell, in any summer or rainy season,
In the flood water, In this Eid the boat will go out to the end,
To say Eid Mubarak from the floating bed,
Allahu Akbar will be declared from the top of the roof,
Eid prayers will be from a high mound,
Defeating the flood, We have to come back to life again,
Eid Mubarak, there will be joy in the daybreak.