রুপকথা কথা নয় অভিক্ষা,
নয় কোন ইতিহাস, নয় কোন সমীক্ষা;
সত্য নিরালায় হেসে নেয় দীক্ষা,
স্বার্থের বেড়াজালে হেসে উঠে পরীক্ষা;
নিভৃতে কেঁদে উঠে সত্যের শিক্ষা,
নির্জনে বসে থেকে করে শুধু দীর্ঘ অপেক্ষা;
কবে এসে ধরা দেবে ঝলমলে ব্যাখ্যা,
নির্মল সত্য, আলো হয়ে এনে দেবে মোক্ষা।।
মিথ্যার শক্তি দুর্বল ভিত্তি,
অন্যায়, অবিচার, সব অপকীর্তি;
ত্যাগ করো, দুর্নীতি, বিকৃতি, স্বৈরতা, মন্দ, বিভক্তি,  
চেয়ে দেখো চারিদিকে উজ্জ্বল ঝকঝকে আলোকিত গ্রন্থি;
সব যদি হয়ে উঠো সত্যের পন্থি,
বিশ্বটা হয়ে যাবে সুখভরা সুখের শ্রাবন্তি।।


Follower of Truth


Fairy tale is not a probation,
Not history, nor even observation;
The truth smiles in silent persuasion,
The test laughing at the fence of interest;
The teaching of truth weeping in secret dejection,
Just a long wait from sitting in solitary contemplation;
When the truth will catch the glittering explanation,
Pure truth, the bright light will bring salvation.


The power of lies is on weak foundation,
Injustice, inequity, impropriety all are slander action;
Abandon! All corruption, perversion, dictatorship, demonical division,
Look at the brightly lit package all around the creation,
If everyone becomes the follower of truth with devotion,
The world will become full of bliss and satifaction.