বন্ধুর ফোন কল এলো লজ্জা স্মরনিতে
বিনিময় হলো ভাব বর্ণ মরমীতে
শেষ কথা বলে কিছু নেই ধরণিতে।
কিছুটা অপমান, কিছুটা অসম্মান অংকিত হয়েছে ললাটে
রাজনীতি আর কূটনীতির কুশলী মলাটে
প্রশ্ন উচকিত, মানবতা লঙ্ঘিত হয়েছে কি হয়নি তল্লাটে?


মানুষের জন্য মানবতা এক সুরাসক্ত অধিকার
সত্ত্ব লুপ্ত হয়ে গুম হয়, আত্না বর্জিত হয় নির্বিকার
রাজনীতি মূক ও বধির হয়, গণতন্ত্র বিবর্জিত হয় বারংবার
মানবতা নির্বাক দাঁড়িয়ে দেখে অস্মিত বলাৎকার
অধিকার রাতের আঁধারে করে বিষোদগার
তবুও লঙ্ঘিত হয়না এতটুকু অধিকার।


কুশলী আঁচড়ে, যোগাযোগ প্রতিষ্ঠিত হয়
বাণিজ্য কথা কয়, ক্ষমতার আসক্ত বলয়
অবিচার, অনাচার, দুর্নীতিতে অবিরাম খণ্ডিত মলয়
বন্ধুর আলাপে, বিলাপে সুরমিত অবসান সময়
কলংক লঙ্ঘিত হয়, মর্য্যদা স্পন্দিত হয়
মানবতার অভিধানে, পুনরায় রচিত হয় সুসময়।।


Friend's Phone call


Friend's phone call came in the memory lane
The exchange of mystic spirit sane
Nothing on earth to say the last word in pain
Some insults, Some disrespect, painted on the forehead lane
The skillful cover of politics and diplomacy sustain
The question is raised, has humanity been violated profane?


Humanity is an addictive right for human kind
Disappearance and lose of souls, standing indifferent in the light
Politics is deaf & dumb, Democracy is deprived of plight.
Humanity standing speechless, being raped on sight
Pouring poison on the right in the dark of the night
Yet the rights are not violated even slight.


With skillful scratching, communication is established
Talk about rubbing salt in my wounds, Power and money being drained
Injustice, Corruption in the garden endlessly fragmented
In the words of a friend, in a lament, a melodious ending solicited
The stigma is violated, the dignity is vibrated
In the dictionary of humanity, good times are supplicated..