ভগবানের প্রবেশ পথ,
কবিতার রথ, কবির কলমের দ্বৈরথ;
কল্পনার সৈকত।
ভগবানের আবাস হাঁটে, ঘাটে, নদিতে,
বিশ্বসংসারের অপরূপ সৃষ্টিতে,
বিশ্বাসের দৃষ্টিতে, অন্তরের গ্রন্থিতে,
কবিতার পংতিতে, ইতিহাসের পাপড়িতে,
ধর্মের নিক্তিতে।
তবে এই মুহূর্তে ভগবান ব্যাস্ত পুতিনের শক্তিতে,
ইউক্রেনের নিয়তিতে, বৈশ্বিক প্রত্যাহতে।।


God is busy


God enters through the chariot of poetry,
Through the poetic duality,
Through the beach of imagination's tranquility.
The abode of God is in the market as commodity,
In the ferries anxiety,
In the rivers chastity, in the skies serenity,
In the natures wonderful creativity,
In the eyes of fidelity,
In the Heart's atrium of dependability,
In the line of poetry,
in the petals of historicity,
In the realm of religions captivity,
But at the moment, God is busy in Putins brutality,
Ukraine's fatality & in Wolrd's morbidity.