আমি কবি নই,
তাই অ-কবিদের দলে আমি, সাজিয়েছি তোরণ
কবি হতে গেলে কি প্রয়োজন?
তাও জানা নেই, হাতে নিয়েছি ঊন্মুক্ত ধারালো ঘাতন
স্বনামে আখ্যায়িত কলমের লেখন, দুরন্ত স্বভাবের ক্ষরণ
দ্রুত পরিবর্তন চাই, চাই উত্তরণ  
আমি কবি নই যে করা হবে বরন
অ-কবিদের দলে আমি তাই অস্বাভাবিক দলন।


আমি কবি নই,
অ-কবিদের স্থলে আমি, অংকন করি কথ-কথন
ছন্দ নেই, যত্র তত্র সংঘটিত হয় ছন্দপতন
রচনায় মাত্রা নেই, ইতস্ততঃ বর্নিত হয় মাত্রার লঙ্ঘন
প্রেম নেই, দুই দিকে জেগে থাকে ভালোবাসার স্বতন
ভাব নেই, চারিদিকে অবিন্যস্ত অভাবের রোদন
স্বর নেই, বর্নমালার সংযোজনে দুরন্ত শব্দের ঘূর্নণ
অ-কবিদের দলে আমি তাই অস্বাভাবিক দলন।।    


I'm not a poet


I'm not a poet,
So in the group of non-poets, I have decorated the pylon
What is needed to become a poet to live on?
I don't even know, I took open sharp weapons in my hands relied on
The writing of a pen called by one's own name, the dripping of a bad temper pile on
Want quick change, Want transformation in the life going on
I am not a poet that I be garlanded right on
In the group of non-poets, I am therefore an unusual oscilation.


I'm not a poet,
So in the group of non-poets, I paint with words,
About dysrhythmia birds, wherever the rhythm loses its herd
Oppose violation of dimension if blurred, wherever composition is deterred
Wherever Love is stirred, Look for affection conferred
Wherever poverty occurred, Feelings retard
I find alphabet to conjugate words to create absurd
No sense in telling you now - I don't wanna ruin the surprise card
In the group of non-poets, I am therefore an unusual dotard.