মিনারে মিনারে আজ, চলে শুভ্র কায়ার সারি,
আবার এসেছে ফিরে অমর একুশে ফেব্রুয়ারি,
বেদিতে বেদিতে ঢলে রক্তজবার কাঁড়ি;
পথে প্রান্তরে, ধীরে ধীরে চলে প্রশান্ত প্রভাত ফেরি,
স্বদেশের অন্তরে আজ স্মরণিকা মহাভারি,
লাল সবুজের পতাকারা দিকে দিকে করে উড়াউড়ি;
বিশ্ব প্রান্তরে, দেশ থেকে দেশে উড়ে মাতৃভাষার ঘুড়ি,
অমর একুশে বাংলার গরব, নেইকো ভাষার জুড়ি।


ভাষার বেদিতে যারা দিয়েছে আত্নাহুতি,
সেই আত্নারা আজ মিনারে মিনারে খুঁজে, কোথায় প্রতিশ্রুতি?
কোথায় সাম্য, কোথায় ন্যায্য, কোথায় সরস্বতী?
লোহিত রক্তের বন্যায় আজ মগ্ন বনস্পতি,
কবে যে, দিগন্তে উদিত হবে লাল সূর্য্যের আভা,
আশার সাগরে আজো প্রজ্বলিত, আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা।।


Immortal Ekushey


From Minaret to Minaret,
Today people are moving in rows,
Immortal Ekushey February is back in plows;
From Desert to Desert,
Slow mourning Ferries are moving in falter,
Glaciers of red hibiscus flowing in the altar;
From Cottage to Cottage,
Red & green flags are fluttering,
In the heart of homeland memoirs uttering;
From Polity to Polity,
In the wilderness of the world,
Today the kite of mother tongue flies swirled;
From Nation to Nation,
Our language has no equal in the Dingle,
Immortal Ekushey is the pride of the Bengal.


Those who sacrificed on the altar of language,
Their souls in the minaret today,
Looking for the promises fulfilled may portray;
Asking for equality, justice, rights and advantage,
Vegetation today submerged in the bloody silth;
Watching when the morning sun will arise in the azimuth;
Swimming in the hope's cleavage,
It is still the hot lava of volcano in the flow,
The souls pray that their aspirations will soon glow.