"জয় বাংলা" শ্লোগানে নন্দিত আমার উদ্বুদ্ধতা,
"জয় বাংলা" স্লোগানে মোহিত আমার মুক্তিটা,
"জয় বাংলা" শ্লোগানে গ্রন্থিত আমার যুদ্ধটা,
"জয় বাংলা" শ্লোগানে অংকিত আমার জাতীয়তা,
"জয় বাংলা" শ্লোগানে স্পন্দিত আমার সচেতনতা,
"জয় বাংলা" শ্লোগানে ঝংকৃত আমার স্বাধীনতা।


কিন্তু,
বাধ্যতায় দুঃখিত আমার উদ্বুদ্ধতা,
বাধ্যতায় লঙ্ঘিত আমার মুক্তিটা,
বাধ্যতায় অবগুণ্ঠিত আমার যুদ্ধটা,
বাধ্যতায় শঙ্কিত আমার জাতীয়তা,
বাধ্যতায় অবদমিত আমার সচেতনতা,
বাধ্যতায় নিরুদ্ধ আমার স্বাধীনতা।  


এবং বাধ্যতায়
জেগে উঠে আমার অবাধ্যতা,
বেজে উঠে আমার ডংকাটা,
স্পন্দিত হয় আমার আত্নাটা,
মন্থিত হয় আমার সত্ত্বাটা,
রঞ্জিত হয় আমার ক্রান্তিটা,
সক্রিয় হয় আমার বিদ্রোহী শক্তিটা।।


"Joy Bangla" Slogan


My inspiration is delighted by the slogan "Joy Bangla",
My freedom is enchanted by the slogan "Joy Bangla"
My struggle is written by the slogan "Joy Bangla",
My nationality is decorated by the slogan "Joy Bangla",
My awareness is vibrated by the slogan "Joy Bangla",
My freedom is reflected by the slogan "Joy Bangla".


But,
My inspiration is gloomed by compulsion.
My freedom is violated by compulsion,
My struggle is veiled by compulsion,
My nationality is frightened by compulsion,
My consciousness is subdued by compulsion,
My freedom is suppressed by compulsion.


And in Compulsion
My disobedience get awakened,
My trumpet get resounded,
My soul get Vibrated,
My existence is shaken,
My revolution becomes sanguineous,
My rebellious power becomes active.