এ গান খানি রেখে, সুরে সুরে গেয়ে
বিদায় নিয়েছ তুমি, সূরের সিঁড়ি বেয়ে;
এ মালা খানি রেখে, নয়নে নয়ন রেখে  
বিদায় নিয়েছ তুমি, গানের নদী বেয়ে।


বরষা হয়ে তুমি, সুরের আকাশ দিয়েছ ভরে
হৃদয় মরুতে তুমি, যে ফুল ফুটিয়েছ সুরে;
সে ফুলের মালা, আজ শুকিয়েছে ভোরে
তোমার সুরের ডালা, দিয়েছে উপহার মানুষেরে।


চিরজাগরূক থাকুক তোমার কণ্ঠ অনন্যতায়
চিরজাগরুক থাকুক তোমার সুর সভ্যতায়।।


Lata Mungeshkar


Leaving this song in air, singing in tune
Climbing the stairs of the sun, farewell you;
Leaving this garland dear, ringing in dune
Singing along the river fair, Goodbye You.


Being rain drop, you filled the sky with melody
In the heart of desert, you bloomed the flower of rhapsody;
That garland of flowers, dried in the morning today
Your basket of songs, given as gifts to people in play.


May your voice be unique forever
May your melody be everlasting for civilization .