কেটে গেলো তেত্রিশ বন্ধু? দিনান্তে করে নাও বরণ,
দীনের আলো, নুর উল দীন, বন্ধু সমীরণ;  
ছুটন্ত সময়ের তিমিরে, করে যাও করন,
প্রশ্ন শুধাই ধীরে বন্ধু, দিগন্তে তুলেছ কতটুকু আলোড়ন?  
ধরে রেখো মুষ্টিতে হস্ত বন্ধু, পাশাপাশি পথচলা যুগল চরণ;
পড়ে দেখো হৃদয় বন্ধু, যেখানে লিখা আছে অফুরন্ত ভালোবাসার বিবরণ;
মনে রেখো, স্মৃতির প্রান্তরে যতটুকু হারিয়েছে ততটুকু বিস্মরণ,
যতটুকু ধরা আছে ততটুকু সুখের স্মরণ।  


পথচলা বাকি আছে বন্ধু, সুমুখে ফুলেল তোরণ,
তুলে নাও প্রদীপ হাতে, দিগন্তে করো উন্মীলন;
আমাদের প্রার্থনায় বন্ধু, শুধুই প্রত্যাশার স্ফুরণ,
দিগন্তে আলোর বিতরণ অব্যাহত হোক ত্বরণ;
সীমাহীন আনন্দ সাথী হোক আজীবন,  
দীর্ঘজীবি হও বন্ধু, সুখে থাকো আমরণ।।


Long live my friend


Thirty-three crossed my friend? Welcome to the day,
Light of the path, Nur-ul-Deen, friend! make a huge neigh;
Quickly winding up time my friend, Continue to play,
Silently asking my friend, how much excitement on the horizon you lay?
Continue walking as a pair, holding hands in the fist to display ;
Read in the mind, where the description of endless love is written in the hey;
Remember, as much as forgetfulness lost in the wilderness spray,
That much or more is there in memory of happiness today.
The path is longer to go my friend, the flower arch in front sway,
Pick up the lamp in your hand, unveil it on the horizon to display
You are in our prayers friend, living with vibrant hope today,
Let the dispersion of light continue its acceleration like Sun ray;
Be the companion of boundless joy forever may,
Long live my friend, be happy as an endless bay.