"মারেফাত" সামাজিক "মঙ্গলের" ভাষা,
সমাজে জাগায় কল্যাণের আশা,
মানুষ একে অপরের সাহায্যে করে তপস্যা,
জাগায় দয়া, উদারতার জিজ্ঞাসা,
আনুগত্য ও বিশ্বাসের প্রত্যাশা,
ভদ্রতা ও সৌজন্যতার বিপাশা।


"মারেফাত" একটি অনন্য ধারনা, সতত উন্মুখ,
মানবিক মূল্যবোধের নমুনা করে জাগরূক;
সামজিক চরিত্রের অনন্য প্রবোধ,
মানুষকে করে তোলে সুবোধ,
দয়া দাক্ষিণ্যে হয়ে উঠে অপরূপ,
ভদ্রতা হয়ে উঠে সমাজ, সংস্কৃতির স্বরুপ।


বিদ্যা, শিক্ষায় অলংকৃত হয় ভূলোক,
জ্ঞান আর অভিজ্ঞতায় ঝংকৃত হয় দ্যুলোক,  
অংকিত হয় সংস্কৃতির চিত্র অপরূপ,
মারেফাত (প্রজ্ঞা) জাগায় দুরদর্শিতার পুলক,
দূরদর্শিতার আনন্দে জাগে জ্ঞানের নোলক,
দূরদর্শিতা জাগ্রত করে, মারেফাতের (প্রজ্ঞার) আলোক।


Marefat (Wisdom)


"Marefat" is the language of social well-being,
Awaken, the hope of welfare in the society,
Incite people, to help each other during austerities,
Encourage people to wake up to liberate kindness,
Stimulate the expectation of obedience and faith,
Bring friendship between politeness and courtesy.


"Marefat" is a unique concept, looking forward,
To awaken human values;
Unique consolation of social character,
Makes people feel comfortable,
Kindness becomes wonderful signature,
Politeness become the nature of society and culture.


The world is adorned with learning,
The image of culture is painted by education
Society decorated by knowledge and experience,
Time bring social maturity through wisdom,
The delight of foresight in the place of knowledge (wisdom),
Marefat (wisdom) awakens foresight.