ভারতের বাতাসে আজ নেই কোন অক্সিজেন অবশেষ
নেই পথ্য সবিশেষ, হাসপাতালে শয্যা নেই অনিমেষ
বায়ূযন্ত্র নেই , শ্মশানে আগুণের শিখা, উত্তপ্ত অশান্ত পরিবেশ।  


প্রতিদিন পরিসংখ্যানের চূড়ায় ভাইরাসের সংক্রমণ
মৃত্যুর সংখ্যা ছুঁয়ে দেখতে চায় এভারেস্ট শিখরে আত্নার প্রস্রবণ
প্রজ্ঞাহীন, প্রমত্ত শাসক, ধর্মের বাহনে করেছে আরোহণ।


ভারত কবে আর ফিরে পাবে, নিঃশ্বাসে অক্সিজেন?
ভাইরাস কবে দণ্ডিত হবে, মৃত্যুকে করে আলিঙ্গন?  
আবার কবে নির্ভয়ে নিঃশ্বাস নেবে সংবেদনশীল মনুষ্য জীবন?