সত্য, সত্য নয় পরম,
যুক্তির নিক্তিতে পরম সত্য হয় দর্শনের বাহন,
বিশ্বাসের ভিত্তিতে ধর্ম, সত্যের অকাট্য আলাপন,
বিনষ্ট বিশ্বাসে, ধর্মীয় সত্য করে নিত্য বিকম্পন,
তবুও সত্য আছে, সত্য আছে বিশ্বাসে ধরম,
বিশ্বাসের নিশ্চয়তা আছে, যতক্ষণ বিশ্বাসে অটল;
বিশ্বাস ধ্রুবক সত্য, অনন্য দ্রবণ,
অতীত, বর্তমান ও ভবিষ্যতে, বিশ্বাসের সত্য অবিচল।  


সত্য, সত্য নয় পরম,
যুক্তির উক্তিতে, পরম সত্য দর্শনের কাহন,  
প্রমাণের ভিত্তিতে বিজ্ঞান, প্রমাণিত সত্যের লক্ষণ,
প্রমাণের বিবর্তনে, বিজ্ঞানের বর্তমান সত্য, আগামী ভ্রান্তির স্থাপন,
তনুও সত্য আছে বিজ্ঞানে, সত্য আছে পরীক্ষায় প্রতিপাদন,
বিজ্ঞানের নিশ্চয়তা আছে, যতক্ষণ থাকে প্রমাণের অকল্পন,
বিজ্ঞান অস্থির সত্য, চঞ্চল পবন,
আজকের সত্য হয়ে যেতে পারে আগামীর আখ্যান।


Not the truth absolute


Truth, not the truth absolute,
Logic is the vehicle of philosophy, to define ultimate truth
Religion is truth on the basis of faith, the indisputable statement of truth,
When the belief is shaking, religious truth stands in tremor,
Yet there is truth, there is truth in faith,
There is certainty of faith, as long as the faith is steadfast;
Faith is the constant truth, A unique solution of truth,
In the past, present and future, the truth of faith is unwavering.


Truth, not the truth absolute,
In the words of reason, the myth to refine absolute truth,
Science based on evidence, Evidence, signs of proven truth,
In the evolution of evidence, the current truth of science, the placement of future errors,
There is truth in science, there is truth in experiments,
Science is sure, as long as there is indisputable proof,
Science is unsettled truth in restless wind.
Todays truth may become tomorrows fiction.