এ কি কথা বলে ঐ মানব চোয়াল?
সভ্যতার কোলে আজ এক অবাধ্য ময়াল,
মানুষের কাঁধে জাগে ব্যাধির জোয়াল
বন্যার অথৈ জলে ভাসে অজস্র কয়াল
বানে ভাসে রাশি রাশি পাথর মাছের নোয়াল  
পিরানহা আর বৈদ্যুতিক ইলের সমাবেশ, আক্রোশ ভয়াল
ভয় নেই,
মধু ব্যাজার আজ বানিয়েছে শক্ত দেয়াল
সম্রাট পেঙ্গুইন পাখী বাড়িয়েছে খেয়াল।।


[বিঃ দ্রঃ পাথর মাছ, পিরানহা আর বৈদ্যুতিক ইল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাছ।
আর মধু ব্যাজার এবং সম্রাট পেঙ্গুইন বিশ্বের সবচেয়ে সাহসী প্রাণী]


Not to worry


What does this human jaw say?
In the lap of civilization there are disobedient snakes today,
The yoke of disease on the shoulders of people lay
Innumerable appliances floating in the the clay
Millions of stone fish in the water to play
Aggressive Piranhas and Electric eels are on display
Not to worry,
Honey Badgers have built solid walls today
The Emperor Penguins have increased their Sway.