হে অক্টোপাস!
তোমার তিনটি হৃদপিণ্ডের কি এমন কাজ?
একটি আমায় দিয়ে দাও আজ!
আমি এক হৃদয় চাষি, হৃদয়ে করি বসবাস
ভালোবাসি মানব সমাজ
ভালোবাসি মানুষ-আত্নার কোলাজ
তোমার হৃদয় পেলে,
আমি দিয়ে দেবো বন্ধু দেশরাজ
হৃদয়হীন কোন এক রাজাধিরাজ!


হে অক্টোপাস!
তোমার রক্তে লোহিত কণিকা নেই, আছে হেমোসায়ানিন,
লোহিত কণিকায় বন্দি নেই তোমার হেমোগ্লোবিন,  
তোমার রক্তের রং নীল,
ধীরে ধীরে নিঃশ্বেষ হয়ে আসছে আমার হেমোগ্লোবিন
ভয় নেই! তুমি দুর্দান্ত সীমাহীন, আজ তোমার চলছে সুদিন
আমার লাল রক্ত ধীরে ধীরে হয়ে যাচ্ছে নীল,
দ্রুতই ক্লান্তি, শ্রান্তি, দিগন্তে হয়ে যাবে বিলীন
আমাকে কিছু হেমোসায়ানিন দাও হে কুলীন।।


O Octopus!
What is the function of your three hearts?
Give me one today!
I am a heart farmer, I live in the heart
Love human society
Love man-soul collage
If I find your heart,
I will give it to my friend Monarch!
A heartless emperor at large!


O Octopus!
You don't have red blood cells, you have Hemocyanin,
Your hemoglobin is not imprisoned in Red blood cells,
Your blood is blue!
My hemoglobin is slowly running out
Fear not! You are limitless, today is your good day
My red blood slowly becoming blue
Rapidly getting tired, fatigued
Will soon disappear on the horizon
Give me some Haemocyanin, O Noble!