কপালের টিপ নিয়ে কথা হলো,
এবার তবে, দ্রব্যমূল্য নিয়ে কথা হোক,
বাজারে চৈত্রের খরাতপ্ত দুপুরের আগুন,
অসহনীয় দ্রব্যমূল্যে আম জনতার উঠেছে নাভিশ্বাস,
কেউ যদি চেপে ধরে ব্রেক, মিলে যদি কিছুটা আশ্বাস,
রোজা রমজানের দিনে, বইবে আনন্দের উচ্ছ্বাস।


দ্রব্যমূল্য নিয়ে কথা হলো,
এবেলায় কথা হোক গ্যাস সংকট নিয়ে,
ঘরে ঘরে মিলছেনা গ্যাসের প্রবাহ,
যাও আবার আছে তাতে চাপ নেই, নেই কোন আবহ,
রান্না-বান্নার উপায় নেই, যেন চলছে কোন এক হিমবাহ,
রোজা রমজানের দিনে অন্তত রান্না-বান্নাটা করার যদি হয় নির্বাহ।


গ্যাস সংকট নিয়ে কথা হলো,
এবার কথা হোক, লোড শেডিং নিয়ে,
শতভাগ বিদ্যুতায়নের দেশে, বিদ্যুৎ কেন অপর্য্যাপ্ত?
ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিং, মানুষ বিপর্য্যস্ত,
যদি মিলে যায় বিদ্যুৎ পর্য্যাপ্ত, লোড শেডিং হয়ে পড়ে বিন্যস্ত,
রোজা রমজানের দিনে, আনন্দের অঙ্গন হবে প্রশস্ত।  


লোড শেডিং নিয়ে কথা হলো,
এবার কথা হোক ট্রাফিক জাম নিয়ে,
নগরের পর নগর আটকে গেছে ট্রাফিক জামে,
চলছেনা কোন বাহন, ঠায় দাঁড়িয়ে আছে ধরাধামে,
ঘর সংসার, অফিস-আদালত আজ রাজপথে স্থবির গুলিস্তানে,
যদি হঠাৎ চলন্ত হয়, নড়ে চড়ে উঠবে জীবন এই রোজা রমজানের অবদানে।


ট্রাফিক জাম নিয়ে কথা হলো,
এবার কথা হোক, মশকের উপদ্রব নিয়ে,
এ যেন নমরুদের দেশ, কোটী কোটী মশার দখলে,  
সিটি কর্পোরেশনের কার্য্যক্রম ব্যর্থ, ক্ষুদ্র মশার অনলে,
জীবন অতিষ্ঠ আজ, মশার রমনে,
রোজা রমজানের দিনে,
আনন্দ নন্দিত হবে, যদি মশারা ধ্বংস হয় বিষাক্ত দংশনে।


On the day of Ramadan


We have talked about the tip on the forehead
Now, let's talk about commodity prices branded
In the summers' hot afternoon, fire in the market afflicted,
By unbearable prices, The masses are overwhelmed,
If someone presses the brakes, if there is some reassurance,
On the day of Ramadan, enormous joy will be in endurance.


Talked about commodity prices,
Now let's talk about the gas crisis,
The flow of gas does not match in the house,
There is no pressure to go, nothing to glow the crouse,
There is no way to cook, as if a glacier is moving in hause,
On the day of Ramadan, at least if cooking could bounce.


Talked about the gas crisis,
Now let's talk about load shedding,
In a completely electrified country, why is electricity in debt?
Hour after hour of load shedding, people upset,
If there is enough power, load shedding is reset,
On the day of Ramadan, the courtyard of joy will blow the clarinet.


Talked about load shedding,
Now let's talk about traffic jams,
City after city is stuck in traffic jams,
No vehicle is moving, it is standing still in the run,
Domestic life, office-court stagnant on the highway Gulistan,
If it moves suddenly, life will be vibrant in Ramadan.


Talked about traffic jams,
Now let's talk about mosquito infestation,
It's like the land of Namrud, occupied by millions of mosquitoes,
City Corporation Failed, Small Mosquitos prevailed,
Life is unbearably nailed,
On the day of Ramadan, rejoice will be unveiled
If the mosquitoes are destroyed by poisons inhaled.