জানা নেই, অতিমারি কবে হবে শেষ
দিকে দিকে ভাইরাস উড়ে চলে, আকাশেতে ডানা মেলে
ধুকে ধুকে চলছে জীবনের রেশ
জানা নেই, কবে হবে অতিমারি শেষ
কি-যে, আছে মনে, জানা নেই ভাইরাসের দুর্জয়ী উদ্দেশ!


জানা নেই কবে হবে অতিমারি শেষ
কবে যে, যাওয়া হবে ঘরে ঘরে, মেলা হবে হাটে মাঠে
দেখা হবে, সভা আর সমিতিতে, রমরমা বাজারের অলিতে
খাওয়া হবে রেস্তোরা হলিতে, হাটা হবে পার্কের গলিতে
প্রেম প্রীতি ভালোবাসা, আড্ডা-মেলামেশা কবে হবে দলিতে
কি-যে, আছে মনে, জানা নেই ভাইরাসের ভবঘুরে উদ্দেশ!


অতিমারি অতিশয় কুচুটে,
নাম তার লিখা আছে করোনার মুকুটে;
মনে আছে জ্বালাময় ঈর্ষা,
শত্রুতা, বিদ্বেষ; অভিশাপ, প্রাণনাশী তৃষ্ণা;
নজরেতে নেই কোন লজ্জা,
আক্রোশে পথচলে, ধরাতলে পেতে দেয় মরণের শয্যা!


জানা নেই অতিমারি কবে হবে শেষ
কি-যে, আছে মনে, জানা নেই ভাইরাসের আগ্রাসী উদ্দেশ!!