রাজনীতিতে,
অবিরত মন্থনে কথার মোচড়,
নিয়ত সক্রিয় ধারনার রোমন্থন,
অক্লান্ত বক্তৃতার দুরন্ত আসর,
বাগ্মী বক্তাদের অসীম আঁচড়।


যুক্তিবিদ্যা রাজনীতির অন্যতম দোসর,  
সত্যির ধ্রুবক, সদাই বিচলিত বিভ্রান্ত ভ্রমর;
শঠতায় পরিপুর্ন উপদেশের কেশর,
ধূর্তদের কৌশলে, দুষ্টদের পূর্তি উদর।


রাজনীতিতে,
অদ্যকার মিত্র যারা দিবসে কদর,
আঁধারের প্রতিপক্ষ, বিদ্বিষ্ট চামর,
আগামীর মিত্রতায় বন্ধু হয় পামর;
বিশ্ব চরাচরে কপটতার অনন্য আসর।  


রাজনীতি চাণক্যের অনন্য বিবর,
ম্যাকিয়াভেলির চতুর অভীক্ষার নিগড়;
আধুনিকতায় রাজনীতি নেতাদের শিখর
গণতন্ত্র এবং মানবতা, প্রতারনার ঈশ্বর।


Politics


In Politics
Talks constantly churn,
The notions always in the turn;
Wriggling of tireless speeches spurn,
Eloquent orators' infinite yearn.


Logic is the essential accomplices of politics;
The constant of the truth regularly perturbed in tactics,
Deceivers' belly fraught with didactics,
Cunnings' intellect full of acrobatics.


In Politics,
Today's allies who appreciate during the day,
The antithesis of darkness, spiteful play;
In the future alliance, friends will be prodigy of clay,
A unique copulation of hypocrisy in display.


Politics is Chanakya's unique chasm,
Machiavelli's chain of cunning spasm;
In modernity, the politics is leaders' phantasm,
Democracy and humanity are deceptions orgasm.