কবিতার অস্তিত্ত্ব কোথায়, প্রশ্ন বিজ্ঞানের কাছে?
প্রশ্ন একজন চিকিৎসকের কাছে?  
প্রশ্ন নয় শিল্পীর কাছে,
নয় সাহিত্যিকের কাছে,
নয় কবির কাছে;
জবাবটা যদি কবিতায় না হয়ে,
লিখা হয় প্রবন্ধ রচনায়,
তা হলে, আজীবন থাক বরাভয়।


কবিতার কবি আজ বিরক্ত তাই,
তার পরেও, জানতে চাই, জানাতেও চাই;
বিজ্ঞানে ভাব নেই, আবেগ নেই,
কবিতা নেই, সাহিত্য নেই,
আনন্দ নেই, হাসি আর ক্রন্দন নেই,
নেই স্নেহ, মমতা, প্রেম, ভালোবাসা;
প্রাণ বা আত্মা বলতে কি বুঝি?
বিজ্ঞানী আর চিকিৎসক এখানেও জুঝি।


বিজ্ঞানে প্রাণ কিংবা আত্নার অস্তিত্ব নেই,
কখন কি শর্ত এবং কি আবস্থায় বুঝি মৃত্যুকে?
চিকিৎসক মৃত ঘোষণা করেন, সোজাসুজি সত্যকে;
হৃদয়ের স্পন্দনহীন শরীরকে;
মৃত্যুর সাথে আত্মার সম্পর্ক কি?
বিজ্ঞানে পড়ে থাকে স্পন্দনহীন নিস্তব্ধ শরীর,
হারায় চেতনাকে; হারায় নিঃশ্বাস, জীবনের সকল আশ্বাস;
করুন দেখি কিছুটা খোঁজাখুঁজি বিজ্ঞানে আত্নাকে?


Question for Science


Where is the existence of poetry, in science?
It’s a question to a doctor,
Not a question to an artist,
Not to a writer,
Even not to a poet;
If the answer is not in the poetic form,
Written in essay format,
Will stay tuned for life.


The poet of poetry is so annoyed today,
Even after that, he wants to let you know, want to inform;
That Science has no emotion,
No poetry, No literature,
No joy, No laughter, No crying,
No affection, No tenderness, No love;
What do I mean by soul or spirit?
Scientists and doctors are also fighting here.


There is no soul or spirit in science,
When do we understand the conditions of death?
The doctor declare dead, straight to the truth;
To the rhythmless body;
What is the relation of soul to death?
Silent body without vibration lies in science,
Loses consciousness; Loses breath, all assurances of life;
Let's do some search in the soul of science?