দুরন্তের খেদ,
পাওয়া না পাওয়ার আক্ষেপ সুধীর
ইতিহাস মূক ও বধির,
কখনই বলে না কথা, ইতিহাস হয়না অধীর
মুখ দিয়ে বলাতে হয়, কলমে লেখাতে হয়
সত্য-অসত্য, লিখন বিধির
ইতিহাস, কখনো সত্য হয়, কখনো মিথ্যা হয়
ইতিহাস, বিজিতের হাতে রচিত হয়,
আবিষ্ট মদির।।


Regret of an impish,
Prince's lamentation for not achieving volition
History is deaf and dumb
Never talk, never get excited or jump
You have to speak or write with a pen
True-false, writing rules, it's a sham
Sometimes it is true, sometimes it is false
History is written by the conqueror, obsessed with wine.