মাটি থেকে সৃজিত মানুষ, মাটিতে জীবন
মাটিতে লালিত মানুষ, মাটিতে পালন
ধীরে ধীরে এগিয়ে আসে অন্তিম সমন
ফিরে যেতে হয় সেই মাটিতে,
যেই মাটি থেকে উদ্বোধন, সেই মাটিতেই প্রত্যর্পন,
ধীরে ধীরে মাটির মানুষ হয়, মাটিতে দ্রবন।


একদিন পুনরায় উত্থিত হবে, যবে পুনরায় আসবে সমন
মাটি থেকে মানুষের হবে পুনরায় নির্গমন,
নব উত্থিত দিবসে, হস্ত প্রসারিত দিগন্তে আসবে মাটির প্রতিবেদন
পুনরায় প্রতিষ্ঠিত হবে এক ইতিহীন দীর্ঘ নূতন জীবন
হে মাটির মানুষ, প্রস্তুত থাকো, আসছে সমন,
এই মাটিতেই হবে তোমার প্রত্যর্পন।।


Return to the soil


Human created from the soil, life on the soil
People nurtured on the soil, reared on the soil
Slowly the final summon come forward as a toil
We have to go back to that soil,
Return to the soil from which inaugurated human loyal
Gradually the body becomes the soil, dissolving in the soil.


One day it will rise again, when the summons will come
The being will re-emerge from the earth,
On the day, the report of the soil will come on the horizon with outstretched arms
An unprecedented never ending long new life will be re-established
O people of the earth, be ready, the summons are coming,
Your return will be in this soil.


(কোরানের সুরা ত্ব-হা'র আয়াত নাম্বার ৫৫: মিনহা খালাক্কনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা"রাতুল উখরা" এই আয়াত অবলম্বনে, ছোটখালুর দাফনের পর)