এই পথ আজ শেষ হলো,
কেমন লাগে তুমি বলতো?
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হতো,
এই পথ কভু না শেষ হতো,
তবে কেমন হতো তুমি বলতো?
সন্ধ্যার কন্ঠের সুরেতে,
রাখালের বাশীতে,
দিনটা মিশে গেলে বেশ হতো।


নীল আকাশে,
ওই দূর সীমা ছাড়িয়ে এই গান,
আজ হারিয়েছে আকাশে;
দূর নিশীথে, সীমা ছাড়িয়ে এই গান,
যেন আজ হারিয়েছে বাতাসে;
প্রাণে প্রাণে এ গানের রেশ রয়,
এই পথ যদি না শেষ হতো
তবে কেমন হতো তুমি বলতো?


Evening Voice


How do you feel the errand?
The road has reached a dead end,
If the world would be a dream band!
If this path would never rend,
Would you say, how would be the land?


To the tune of the evening voice grand,
In the shepherd's flute trend,
It would be nice if the day had mend.
In the blue sky at far strand the songs transcend
As if missing in the air is planned.


The soul of this song bland
If the road had not reached the end,
Would you say? How would be the land?
How do you feel the errand?
As if missing in the air is planned.