আমাদের চারিদিকে ছন্দপতন চলছে অবিরাম,
ক্ষয়িষ্ণু সমাজে দিনে দিনে বাড়ছে বৈষম্য অবিশ্রাম;  
অবিরাম ছন্দপতন ধীরে ধীরে গড়েছে সমস্যার আধার,
বারে বারে কেড়ে নিয়েছে মানুষের আনন্দ, প্রসন্নতার বাহার।  


এসেছে অভাব, অনটন, দুর্ভিক্ষ, বন্যা, খরা বারংবার,  
এসেছে অভ্যুত্থান, হত্যা, বিদ্রোহ, অকল্যাণের ঝংকার;
এসেছে দূর্নীতি, স্বজনপ্রীতি, দুঃশাসনের সমাহার,
এসেছে অনিয়ম, অবিচার, অকল্যাণ, সাম্যহীনতার নাহার।


এই ছন্দপতন বারে বারে এসেছে জাতির ভালে,
নিরাময় করতে পারিনি সমস্যা ন্যায়ত যথাকালে;  
ছন্দপতনের কালে, সমাজ চলেছে ভ্রান্ত শকটে,  
তাই সম্প্রদায় আজ শতাব্দীর বৃহত্তম সংকটে।


অর্থনীতির অগ্রগতি, চলছে দ্রুততম লয়ে,
নিয়ন্ত্রনহীন লুটপাট চলছে বলয়ে;
দুর্নীতির করাল গ্রাসে সমাজ আকন্ঠ নিমজ্জিত,
সাম্যহীনতার দুর্বিনীত ত্রাসে, গোষ্ঠী প্রজ্বলিত।


সভ্যতার এই সংকটে,  গড়তে চাই নতুন সমাজ,
এগিয়ে আসুন, গড়তে হবে সাম্যের স্বরাজ;
দূর্নীতি, স্বজনপ্রীতি, দুঃশাসনের হোক অবসান,
বিপ্লব নয় সংস্কার চাই, সমাজে জলে উঠুক সুখের মশাল।।