সমাজটা এলোমেলো খুক খুক কাশছে,
অমিক্রন ভাইরাস চারিদিকে নাচছে,
সাগরের নোনা জলে সমাজটা ভাসছে,
ফেইসবুক মেটা নামে নবরূপে আসছে,
টুইটার, টিকটক, ইন্সটা চারিদিকে হাসছে,  
উপাসনায় বসে ওরা আধারেতে ভাসছে।


জগতের উপরে স্রষ্টা কি এতসব দেখছে?
বিশ্বের ছাদ হয়ে খোলা আকাশটা আগে পিছে দুলছে,
ইচ্ছের শক্তিটা মুক্তির আনন্দে ডানাদুটো মেলছে,
সামাজিক মাধ্যম,  অনিয়ন্ত্রিত পাশাখেলা খেলছে,
নিজেদের বিবেকটা সুরে আর অসুরেতে গাইছে,
পাশাপাশি সমাজটা দ্রুততায় চলছে।


বিচ্যুতি খেলাটা অবিরাম সমাজকে ঠেলছে,
ছন্দপতন এসে বারে বারে ধাক্কাটা দিচ্ছে,
আইনের শাসনটা কথ কথা বলছে,
স্বাধীনতা প্রয়োজন, কেউ কি তা মানছে?
রাজনীতি প্রয়োজন কেউ কি তা শুনছে?
ঝলসানো সমাজটা, উড়ে উড়ে, আকাশের পথে পথে চলছে।।


Social exclusion


The society is sniffing randomly,
Omicron virus is still dancing around aimlessly,
The society is swimming in the salty sea water tirelessly,
Facebook is coming as 3D Meta, visibly,
Twitter, TickTock, Insta are laughing around, incessantly,
Sitting in the prayer, they are floating mysteriously.


Is the creator watching all this over the world?
The open sky is swaying back and forth furled,
The power of will joins the wings of liberation hurled,
Social media, playing uncontrolled side games swirled,
Conscience sings in the tune of angel and demon, whorled,
Besides, the society is rapidly getting, transformed.


The game of exclusion, pushing endlessly,
Rhythm failure crushing the society constantly,
The rule of law speaks for itself, repetedly,
Freedom is needed, is everyone obeying it vividly,
Does anyone need to listen to politics explicitly?
The scorched society is flying, flying in the sky reluctantly!