কোন কারণ কি জানা আছে?  
এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব জনমের?
উদ্দেশ্য কি বেঁচে থাকা এ জীবনের?
পুষ্প পল্লবে বিকশিত স্বল্প দৈর্ঘ সময়ের?
কল কাকলিতে পরিপূর্ণ নিলয়ের?
যদি জানা থাকে,
কেন আমরা জন্মেছি?
কেন বেঁচে আছি, কি প্রয়োজন এই সময়ের?


কি প্রয়োজন এই জীবনের? কেনইবা মরে যেতে হবে?
কেন ছেড়ে যেতে হবে এই প্রকোষ্ঠ নিলয়ের?
আমরা কি সেই উদ্দেশ্য সফল করি?
নাকি আমরা জন্ম নিই অকারণে
বেঁচে থাকি অকারণে?
মরে যাবো সেটাও অকারণে?
মহাবিশ্ব কি তাহলে কিছুই নয়?
একটি জটিল কিছুই নয়?


The Question?


Do you know any reason?
Why  Human being are born in the universe?
What is the purpose of existing?
Florescence of short living?
Atrium full of chattering?
If known, Let me know
Why were we born?


Why we are alive, what is the purpose of this period?
What is the need of this life? Why we die?
Why leave chamber of the ventricle?
Do we achieve that goal?
Or We are born for no reason?
Survive for no reason?
Die for no reason?
Is the universe nothing then?
Is it a complex nothing?