অধুনা, বদলে গেছে সমাজ নীরবে,  
বিশ্ব সমাজ মেতেছে এক অনন্য পরবে,
সামাজিক মাধ্যম, সভ্যতাকে জাগিয়েছে সরবে,
নিবিষ্টতায় ছবি এঁকেছে সমাজের অবয়বে।


তথ্য প্রবাহের বিস্ময় রূপে,
সামাজিক মাধ্যমের বিকাশে ধরণি উঠেছে কেঁপে,  
বিমূর্ত সময়, কেউত রাখেনি মেপে,
দিনে দিনে ত্রিমাত্রিক বিশ্ব, স্বপনে উঠেছে ছেপে।  


ইন্টার্নেট, আধুনিক বিশ্বকে সাজিয়েছে এক বিরল গৌরবে,
ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, টিকটক ব্যাস্ত দুরন্ত ভৈরবে,
বিশ্ব সমাজ মেতেছে আজ এক অনুপম জৌলুসে,  
যোগাযোগ নিয়েছে মোড় নতুন সৌরভে।


দূরের বন্ধু এসেছে কাছে পৌরবে,
তবুও থেকেছে দূরের আকাশে দুন্দুভে,
পার্থিব জগতটা বিমূর্ত হয়েছে অফুরন্ত বাতাসে,
সংসার আজ নিমজ্জিত যন্ত্রমানবের বন্ধনে।  


যোগাযোগে এসে গেছে নতুন সমারোহ,
কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল জগতের আবহ;
বিমূর্ত মাধ্যমে চলছে তথ্য প্রবাহের সত্যাগ্রহ,
ধারনা, লাইক, মতামত প্রকাশের বিগ্রহ।


The society has changed


The society has silently changed recently,
The world community has shined in unique festivity,
Social media has awakened civilization mightily,
With deep concentration internet has drawn a new picture of the society.


As the wonder of information flowing incessantly,
The earth trembling by the growth of social media recently,
Abstract time, cannot not be controlled appropriately,
Today, three-dimensional meta is showing dream vividly.


Distant friends have come very near happily,
Yet, they remain in the distant sky playing their drum serially,
The earthly world has been abstracted in endless winds fondly,
The world today is immersed in the bondage of robots strongly.


In the world of information and communication, there is new festivity,
Artificial intelligence and the digital world, catching with rapidity,
A disorderly flow of information running through virtually,
Likes, comments, ideas and opinions are flooding the media routinely.