কথাগুলো একপেশে, বলা আছে কথা শুধু বাবাদের,
আমি আজ ভাবছি, আমার বাবার কথা,
বিষয়টা জানা নেই তোমাদের,
যতদিন বেঁচে ছিল, আকাশের ছাদটুকু ছিল আমাদের,
ভাবনায় ছিল নাকো ভয়ভীতি শাবকের,
ভেবে দেখো সকলেই নিজের বাবার কথা,
ভেবে দেখো গল্পে, কথাগুলো বাবাদের ঘানিটানা জীবনের,
পথচলা শুরু ছিল তরুণের,
ভারী এক বোঝা কাঁধে জোয়ালের;
দিনে দিনে বয়সটা এগিয়েছে, দায়িত্ব বেড়ে গেছে জীবনের,
তবু কভু, থামে নাই বলিদান শ্রমিকের, আমাদের বাবাদের;
কথাগুলো সত্যি, ভাঁজে ভাঁজে লিখা আছে সমাজের,
চলমান সময়ের, প্রসারিত বিস্তির্ন ত্যাগের, অবারিত উতসর্গের,  
জীবনের অন্তে, যবে এসে থেমে গেলো নিঃশ্বাস জীবনের,
আমাদের বাবাদের,
তখনি বোঝা গেলো, আকাশ ছাদের কথা মানুষের,
কথাগুলো বাবাদের, সুখপাখি ত্যাগের, বিস্তীর্ন নৈবদ্য জীবনের,
আমাদের বাবাদের।।


The words about father


The words are one-sided, spoken only about father,
I am thinking today, about my father,
You don't know,
As long as we have the sky as the roof above,
We don't realise, our thinking falls short,
Think about your father,
Think about the story, the words of a father's life,
The path started during his youth,
A heavy yoke on the shoulder;
The age increased day by day, the responsibility of life increased,
Yet never stopped sacrificing, relentless assignment of our father;
The words are true, it is written in the folds of the life,
Time expanded at the expanse of sacrifice, unrestricted immolition,
At the end of life, when the breathing of life came to a halt,
Of our father,
Then it was understood that the sky is the roof of all human,
The words of the fathers, the sacrifices of happiness, the vast offerings of life, Of our father.