তীর্থ দর্শন, ধর্মীয় আচরন, আবেগের উৎসরন,
অন্তরতম হৃদয়ে সৃষ্ট, অভুতপুর্ব আলোড়ন;
বিবেকের গভীরে, সুন্দরতম জাগরণ;
বর্তমান এবং ভবিষ্যতের বিচিন্তায় অনন্য অনুরন,  
অনুভূতির গভীরতায় বরেন্য বিস্ফোরণ,
শব্দের অক্ষমতায়, ক্ষতিগ্রস্থ প্রকাশের বিরচন।


কা'বা প্রথম দর্শনের অভিজ্ঞতা অপার বিস্ময়ের।
কা'বার সু-শোভিত সৌন্দর্য উন্মেষে এক অর্থপূর্ণ সংযোগের!  
শৈশবের পাঠ্য, সেতুবন্ধন, স্বপ্নিল চিন্তা আর বাস্তবের!
উড়াউড়ি আর মনোমুগ্ধকর শব্দে আবিষ্ট ক্ষুদ্র পাখী আবাবিলের!  
এখানেই নবীর পূন্যস্মৃতি বিজড়িত শৈশব আর কৈশোরের,
এখানেই নিনাদে বিবর্তিত ইতিহাস আরণ্যকের,
এই প্রাঙ্গণেই, ইতিহাস বিরচিত হয় ভারসাম্যের,
এখানেই বিস্ফোরিত হয় বিজয়, সভ্যতার নব দিগন্তের।।