কোন দিবসের কথা লিখা হয়ে উঠেনা,
কেননা, প্রতিদিন জন্ম হয় আমার,
ভোরের আলোতে জন্মে,
আমি খুঁজে ফিরি পথ, হয়ে উঠি নূতন মানুষ আবার
দেখা পাই লাল আর সবুজ জামার
প্রতিরাত আমার মৃত্যু রজনী,
স্বপ্নে আঁকা থাকে কথা, ঠিকানা সমুদ্রে যাবার
প্রতিদিন নবরঙে সূচনা হয় নূতন জীবন পাথার
কোন দিবসের কথা,
তাই লিখা হয়ে উঠেনা কলমে আমার।


প্রতিদিন দিবাভাগে খুঁজে ফিরি
কোথায় ঢেউ জাগানো সবুজ ধানের ফসলি খামার;
গন্তব্যের শিখর কোথায়
সুমুখে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘায় নাচে এক উন্মত্ত চামার;
ঘুমোতে যাবার আগে
আমি সশস্ত্র, অবরুদ্ধ এক রাক্ষসীর প্রলুব্ধ থাবার
জেগে উঠে কণ্ঠে বিজয়ের সূর
হাতে লাল সবুজের পতাকা, উন্মুক্ত, অবসান হয় প্রসব ব্যাথার
তবুও লিখা হয়ে উঠেনা জন্ম দিবসের কথা কলমে আমার
বিজয় দিবসে জন্মে, মুক্ত আনন্দ করে সাগরে বাহার।।


Victory day 2021


My pen does not write about a single day,
Because, every day I am born,
Born in the light of dawn,
I search for the path, become a new person
Each day, I dress in red and green colour
Every night, I die,
In dreams I draw the road to the sea
Every day a new life begins in a new colour
There is no single day
That is why writing does not become mine.


Each day, in the sunlight, I look for
The wavy green paddy farms; Where is the destination
Standing in front,
A Monster dancing on the peak of Kanchenjunga;
Tonight before going to bed
I am the temptation of an armed, besieged demon
In the morning, the sound of victory in my voice
At the end of labour pain,
I am born with Red-Green flag in the hand
However, it is not written my birthday
Born on Victory Day, go out to sea with free joy.