আমার লিখনি বিভ্রান্ত অভিসন্ধে,  
বন্দি কিছু বর্নমালার খন্দে,  
কয়েদি কিছু শব্দের দ্বন্দ্বে,
ধরাশায়ী কিছু কথার ছন্দে,
নিরুদ্ধ কিছু ভাবের মন্দে,
মৃতপ্রায় কিছু প্রতিক্রিয়ার গন্ধে,
পরিশ্রান্ত কিছু অবক্ষয়ের রন্ধ্রে,
আমি অপরাধী বিবেকের জরাসন্ধে।


আমি খুলে দিতে চাই বিবেকের অন্তর
চাই, মুক্ত বর্নমালার খন্দের মন্তর
চাই, আলোকিত শব্দের প্রান্তর,
চাই, আনন্দিত ছন্দের রূপান্তর,
চাই, মন্দ ভাবের মন্বন্তর
হতে চাই বিবেকের "কণ্ঠস্বর"।।


Voice


My writing is confused in intention,
Captive in the ditch of some alphabet,
Prisoner in the conflict of some words,
Knocked down In the rhythm of some sentences,
Suppressed under the evil of some feelings,
Nearly dead within the smell of some reactions,
Exhausted at the end of decay of values,
I am in the throes of a guilty conscience.


I want to open the heart of conscience,
Want to free the alphabet from spells,
Want enlightment of ditched words,
Want, transformation of rhythmic speeches,
Want, famine of bad feelings
I want to be the "voice" of conscience.