আমি কবিতা লিখি কখন?
সময়টা যখন বৈরি তখন? নাকি ভাবের প্রস্ফুটন?
যবে, হতাশার লগন? নাকি বিষণ্ণতার ক্ষরণ?
যখন প্রত্যাশায় আনন্দ করে পরিভ্রমণ?
নাকি যখন দুঃখ গ্রাস করে চরম?


আমি কবিতা লিখি,
সুখ, দুঃখ, হতাশা; আনন্দ, ব্যাথা, বেদন,
যখন গ্রাস করে আমার গগন;
হিংসা, বিদ্বেষ, আন্দোলন, যখন গ্রাস করে আমার মগন,
হৃদয় যখন বিদ্রোহে করে উঠে উদ্বাহী রোদন।


তখন আমি বঙ্গোপসাগরের উত্তাল তরংগে খুঁজি যোজন
তারপর আমি সুন্দরবনের বনানীতে সারি ব্যাঘ্রের ভোজন
অতঃপর আমি সংগীতের রাগ ভৈরবীতে করি কুজন
অবশেষে আমি কবিতা লিখে, হয়ে উঠি বিদ্রোহী রাজন।।


When do I write a poetry?
Do I write, When the time is hostile? Do I write in rendition?
Do I write in frustration? Do I write in depression?
Do I write when happiness travels in expectation?
Do I write when sadness engulfs in culmination?


Well, I write poetry,
When my life enjoys happiness, sorrows and incursion,
When my body aches in pain, pleasure and sensation,
When my world shakes in violence, hatred & agitation,
When my sky swallowed by rebellious clouds in violation.


What I do then?
I find words in the surging waves of Bay of Bengal,
Then I eat a feast with tigers in the forest of Sundarban
Then I do assemble a musical soiree in Dandellion
Then I write poetry, to create a rebellious Dominion.