সূদীর্ঘ পথ আমি চলছি নিরিবিলিতেই,
অপরিচিত শরীর চলছে পাশাপাশি, জানা নেই কোথায় কিনারা?
আমার কণ্ঠ জুড়ে শব্দের বিন্যাস চলে অনবরতই,
এই কি সেই ভাষা, যেখানে জানা নেই আত্নার বিছানা?  
মাঝে মাঝে বেপরোয়া কলম জাগে বিদ্রোহতেই
অন্তর থেকে কেড়ে আনে সমুদ্রের অশান্ত সীমানা।    


আমার হাতে কোন ভ্রমনসূচী নেই,
নেই কোন নিশানা
কোন ঘণ্টা নেই, গন্তব্য নেই,
নেই কোন ঠিকানা
মানচিত্র নেই
ভ্রমণের দৈর্ঘটাও অজানা।


অক্ষরগুলোর জন্য কোন পারিশ্রমিক নেই
তবুও অংকিত হয় রচনা,
শব্দগুলোর জন্য কোন উপবৃত্তি নেই,
কখনোবা মিলে অশ্লীল গঞ্জনা,
শিল্পের কোন হিসেব নেই,  
তবুও কবিতায় রচিত হয় সুরঞ্জনা।


আমি ভাবি,
কোথায় আমার রচনার প্রবর্তনা?
কোথায় আমার কণ্ঠের ব্যাঞ্জনা?
কোথায় আমার কর্নের অঞ্জনা?
কোথায় আমার কর্মের খঞ্জনা?
কোথায় আমার ভাষার নিলাঞ্জনা?


Where is lightning of Language?


I have come a long way in solitude,
Unfamiliar body running along with me, do not know the edges?
The order of the words continue throughout my voice,
Is this the language, where the bed of the soul is not known?
Sometimes the reckless pen wakes up in rebellion
Takes away the turbulent borders of the sea from the heart.


I have no itinerary,
No target
No bell, No destination,
No address
No map
The length of the trip is also unknown.


There is no charge for the Alphabets
Yet the composition is drawn,
There is no stipend for the Words,
May receive obscene reprimand,
There is no account of your artistry
Yet there is composition of delightful poetry.


I try to figure out,
Where is the promotion of my composition?
Where is the consonant in my voice?
Where is the melody of my song?
Where is the gratuity of my assignment?
Where is the lightning of my language?