অন্ধ ও অন্ধতা দুই বড়ো ব্যাধী
দেশ ও দশের মাঝে ছড়া- ছড়ি।
পথে ঘাটে, সর্বত্র অবধি
বিবেকে ধরেছে মরীচিকা
যদিও গড়াচ্ছে গাড়ি।


ভক্ত ও ভক্তি দুই বড়ো ওষুধ
সবাই শুধু ছড়ায়;পানকরে না,
খুঁজছে ভক্তিতেই মধু,
বলেইতো অসুখ সারে না।


মানুষ ও অমানুষ দুই ভিন্ন কথা
দুই এর মাঝে মনুষত্ব পড়েছে চাপা;
সমাজে শুধু বৈষম্যের কান পাতা।


আবেগে কেউ কি  শুনবে গুনীজনের কথা?


জাতি ও ধর্মে দুয়ে বড়ই মিল
শিক্ষা নামক ওষুধ পান করলে;
হবে ধর্মে-মানুষে মিল।