রাত পার হয় তবু ঘুম আসে না,
দুই ক্লান্ত নয়নে আর,
জেগে থেকে করি  সাধনা তাঁর ।
অন্তর মাঝে, হে প্রিয় আমার।
              
তোমার সৌন্দর্যের ছিটা-ছটা---
খুবই প্রখর ও প্রসার,
চোখে-মনে ছবি আঁকি শুধু'ই তোমার।
তাই অপেক্ষা করি সেই স্বপ্নের,
এসে যদি ডাক দাও আর একবার।
                
ধন্য হবে এই ব্যাকুল মন,
কাছথেকে দেখবো শুধু সারাক্ষণ।
এই দেখা ! দেখাই ----
পবিত্র পথের, পবিত্র ঠিকানা,
তাই তো জেগে থাকা রাতের বিছানায়।
                
বিছানায় শরীর আরাম পাই
আর  নীরব ঘরে হয় শূন্য পূরণ।
কিন্তু অপেক্ষা করে  তৃষ্ণায় পুড়া মন,
এই সাক্ষাৎ পাবে কখন।