।।বীরত্বের রূপরেখা।।
মুক্তির মন্দির শান্তির প্রান্তরে
শিক্ষার বাতি নাহি জ্বলিলে,
শান্তি মিলিবে না অন্তরে।
তারিই সুপ্রভাব নয়তো কুপ্রভাবে,
কোন একটির হাতে সমাজ প্রচলিত হবে।


কখনো শান্তির শিকল ভেঙ্গেছে কষাঘাতে
বা বিশৃঙ্খল দূ্র হয়েছে শৃঙ্খলের হাতে।
তারিই ফল হিসেবে এই দেশ হয়েছে স্বাধীন
নয়তো থেকে যেতো পুরো জাতিই পরাধীন।


এই দেশের মাটিতে জ্বলেছে শান্তির উজ্জ্বল বাতি,
চিরতরে দেশান্তর হয়েছে বিদেশি জাতি।
সুখের সময়ে তাঁদের ভুলেছি আজি---
যারা রক্তের বদলে দিয়েছে এই দেশকে আজাদী।


তবু ও তাদের ভুলেছি দাম্ভিক মোরা হায়
এই দেশপ্রেমিকদের বুকে স্থান দিতে হয়।