এই ভুবন কত'ই না সুন্দর
কত'ই না অদ্ভুত
মানুষের বেশে সরিষায় ভূত।
এতো নতুন কিছু না...
ইতিহাস সবারি জানা।
যা কখনো স্থায়ী দেখিনি
শুধুই ভন্ড ছায়ার ছাউনি।
মোহের রূপ-লাবন্য দেখতে চাকচিক্য
যা-ক্ষয় হবে,
লয় হবে সকল ঔদ্ধত্যের আধিক্য।


দিশেহারা হয়ে কাটাচ্ছে দুর্দিন
কালোমেঘ ঢেকেছে ভুলেছে দ্বীন।
প্রজন্মকে রক্ষা করা--
এই প্রজন্মের কাজ
নির্বাপিত না হয়ে হোকনা মোদের তাজ।