ছল-চাতুরী।।
যে তরী ডুবে
তাকে তোলা যায়।
কিন্তু যাকে ডুবানো হয়
তাকে রক্ষা করা যায় না।


যে প্রদীপ নিভে যায়---
তা পুনরায় প্রজ্জ্বলিত হয়।
কিন্তু যেটা নিভানো হয়
তা জ্বলানো খুবই কঠিন হয়।


যে দেহে রোগ প্রবেশ করে
তা আটকানো যায়।
কিন্তু রোগ ছড়ানো হলে
তার চিকিৎসা করা হয়ে ওঠে খুবই কঠিন।


যে সমাজ অধঃপতিত হয়;
সেটিকে রক্ষা করা যায়।
কিন্তু যাকে ধ্বংস করা হয়---
তাকে রক্ষা করা বিষম কঠিন।